বন্ধ রাখা দেশীয় ১১টি প্রতিষ্ঠানে আবারো নিম্নমানের পেট্রল উৎপাদনের সুযোগ দিতে চায় শিল্প মন্ত্রণালয়। অভিযোগ উঠেছে, মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই এর মত না নিয়ে এ ব্যাপারে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসিকে চিঠি দেয় তারা। অথচ বিএসটিআই- এর বেঁধে দেয়া মান নিশ্চিত করতেই এই ১১ প্রতিষ্ঠানের পেট্রল গত ১’লা জুলাই থেকে কেনা বন্ধ রাখে বিপিসি।

গত জুলাই থেকে পেট্রলের মান বাড়ানোর চেষ্টা করছে বিএসটিআই, জ্বালানি মন্ত্রণালয়, পেট্রোবাংলা ও বিপিসি। অথচ তার বিপরীতে অবস্থান নিয়েছে শিল্প মন্ত্রণালয়। ১১টি বেসরকারি প্রতিষ্ঠানের পেট্রল নিম্নমানের, এ অভিযোগ বেশ পুরনো। প্রায় ২৪ বছর ধরে বিপিসির সাথে ব্যবসা করছে তারা। শিল্প মন্ত্রণালয়ের এমন পদক্ষেপে বিব্রত বিএসটিআই ও জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বলছেন, এ বিষয়ে তাদের মাথা ঘামানোর প্রয়োজনই ছিল না।

বিএসটিআইয়ের নিয়ম অনুযায়ী, পেট্রলের মান নির্ণয়কারী প্রধান অনুষঙ্গ রিসার্চ অকটেন নম্বর- আরওএন থাকতে হবে ৮৯। কিন্তু শিল্প মন্ত্রণালয় চাচ্ছে আশিতে নামিয়ে আনতে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে