রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উচ্চমাত্রার বর্জ্য ফেরত নিতে রাজি হয়েছে রাশিয়া। এ সংক্রান্ত ‘স্পেন্ট ফুয়েল ব্যবস্থাপনা’ চুক্তির খসড়া অনুমোদন এবং তাতে অনুস্বাক্ষরও হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি প্রতিষ্ঠান- রোসাটমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সূত্রগুলো বলছে, বৃহস্পতিবার এক বৈঠকে রাশিয়া ও বাংলাদেশ খসড়া চুক্তিতে অনুস্বাক্ষর করে।
মুঠোফোনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, স্পেন্ট ফুয়েল ফেরত নেয়ার বিষয়ে যে সংশয় ছিল এই খসড়া চুক্তি অনুমোদনের ফলে তা দূর হলো। তিনি আরও জানান, খুব শিগগিরই এ সংক্রান্ত চূড়ান্ত চুক্তিতে আনুষ্ঠানিক স্বাক্ষর করা হবে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ