দেশের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল ঢাকা মেডিকেলে করোনা রোগী ভর্তি শুরু হয়েছে। এরই মধ্যে ৮/১০ জন রোগীর চিকিৎসা চলছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন। প্রথম ধাপে সোয়া দুইশর মতো রোগীর চিকিৎসা দেয়ার জন্য আইসিইউ, ভেন্টিলেটরসহ সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

পরিচালক আরো জানান, হাসপাতাল মেডিসিন ওয়ার্ডকেও করোনার চিকিৎসার জন্য প্রস্তুত করা হচ্ছে। এখন থেকে এই ওয়ার্ডে আর কোনো নতুন রোগী ভর্তি করা হচ্ছে না। ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, ওয়ার্ড বয়সহ সবাইকে করোনা রোগীদের সেবা দেয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়াও চিকিৎসাসেবায় নিযুক্ত সবার থাকা খাওয়ারও ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার কোনো ঘাটতি যেনো না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে