৩১ জানুয়ারি থেকে শুরু হয়ে গেল ৩২তম জাতীয় পথনাট্যোৎসব। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের নাট্য আন্দোলনের অংশ হিসেবে ১৯৮৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয় জাতীয় পথনাট্যোৎসব।
‘মূল্যবোধের অবক্ষয় রুখবো, মানবিক সমাজ গড়বো’ এ স্লোগান নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৮দিন ব্যাপী চলবে এ আয়োজন। এবার ঢাকা ও ঢাকার বাইরের প্রায় ৪০টি নাট্য সংগঠন অংশ নিয়েছে।বুধবার দিন বিকাল ৪টায় জাতীয় সংগীত পরিবেশনা এবং শহীদবেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে উৎসবের সূচনা হয় ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এছাড়াও থাকবেন বরেণ্য চিত্রশিল্পী রফিকুন্নবী, নাট্যজন রামেন্দু মজুমদার, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, গোলাম কুদ্দুস, মান্নান হীরাসহ অনেকে। স্বাগত বক্তব্য রাখেন উৎসব আহ্বায়ক চন্দন রেজা, ঘোষণাপত্র পাঠ করেন মীর জাহিদ হাসান। আয়োজনের সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান লিয়াকত আলী লাকী।
বিনোদন ডেস্ক, বিডি টাইমস নিউজ ।