মাগুরা প্রতিনিধিঃ মুজিব বর্ষ উপলক্ষে ‘জঙ্গি’ অবক্ষয়- দূর্নীতি, মানবে না এ সংস্কৃতি’ এ শ্লোগানকে সামনে রেখে ৬৪ জেলায় জাতীয় নাট্যোৎসব অংশ হিসেবে মাগুরায় এক দিনের নাট্যোৎসবে দু’টি নাটকের প্রদর্শনী হয়েছে।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে, বাংলাদেশ শিল্পকলা একাডেমী এর সহযোগীতায় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় শনিবার সন্ধ্যায় মাগুরা শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার চত্তরে এ নাট্যোৎসব অনুষ্ঠিত হয়। নাট্যেৎসবে প্রথমে কলমের সৈনিক নাট্য সংসদ, মহম্মদপুরের পরিবেশনায় নাটক “একজন মুক্তিযুদ্ধা’ মঞ্চায়ন হয়। সালাউদ্দিন আহম্মেদ মিল্টন এর রচনায় নাটকটি নিদের্শনায় ছিলেন দিলীপ অধিকারী। অভিনয়ন করেন মুরাদ, অলোক, দিলীপ,আনিস, ইকবাল, সোহেল ও রুবেল।পরে মাগুরার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন থিয়েটার ইউনিট পরিবেশিত নাটক ‘উনিশ’শ একাত্তর’ মঞ্চায়ন হয়। ইমদাদুল হক’ মিলনের লেখা ‘উনিশ’শ একাত্তর’ গল্পের নাট্যরূপ ও নিদের্শনা দেন নাজমা আক্তার। অভিনয় করেন নাইমা, জিসান, কামিনী, সিয়াম, মুসা, আরাফাত, সাহজাহান, হাসান, ইয়াসিন ও নয়ন।
এক দিনের নাট্যোসবে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের খুলনা বিভাগীয় কার্যনিবাহী সদস্য নাজমা আক্তার, মাগুরা পৌর প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল, প্রেসক্লাব সাধারন সম্পাদক শামীম আহম্মেদ খান এবং মাগুরা থিয়েটার ইউনিট এর সভাপতি শফিকুল ইসলাম শফিক অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের অভিব্যক্তি ব্যক্ত করেন। নাটক দুটি দেখতে পাচশতাধিক দর্শক উপস্থিত ছিল।
শেখ ইলিয়াস মিথুন
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ