“আমার উদ্ভাবন, আমার স্বপ্ন” এই স্লোগানকে আরও একবার শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে শুরু হয়েছে স্টুডেন্ট টু স্টার্টআপঃ চ্যাপ্টার-২ এর ক্যাম্পাস পিচিং। এরই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো ০১ অক্টোবর, মঙ্গলবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অনুষ্ঠিত হল বিশ্ববিদ্যালয় রাঊন্ড।
এবারের রাউন্ডে বিভিন্ন রকম উদ্ভাবনী চিন্তা নিয়ে পাবিপ্রবি ভেন্যুতে অংশগ্রহণ করেছে প্রায় ৪০ টি টিম। যেখান থেকে বাছায় করে ৩ টি টিম সিলেক্ট হবে যারা জাতীয় স্টার্টআপ ক্যাম্প ২.০ তে অংশগ্রহণ করার সুযোগ পাবে । পাবিপ্রবি রাউন্ড এর ফলাফল এর সম্ভাব্য তারিখ আগামী ৩ অক্টোবর।
উল্লেখ্য, প্রতিটি ভেন্যু থেকে গড়ে ৩টি করে মোট ৭৫টি টিম জাতীয় স্টার্টআপ ক্যাম্প ২.০ তে অংশগ্রহণ করার সুযোগ পাবে যেখান থেকে ১০টি টিম সরাসরি ১০ লক্ষ টাকা করে মোট ১ কোটি টাকার গ্র্যান্ট প্রি-সীড ফান্ড গ্রহণ করবে। অপর ২০টি রানার্সআপ টিম বিশেষ গ্রুমিং এর পরে পুনরায় ফান্ডিং এর জন্য পিচ করার সুযোগ পাবে।
আকরাম নয়ন
পাবিপ্রবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ