সরকার আগামী অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রায় ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করবে বলে ধারণা করা হচ্ছে। এতে ৮৮টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এ বছরের ১ জুলাই এই অর্থবছর শুরু হচ্ছে।

আজ ঢাকায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানান, ‘২০১৬-২০১৭ অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন প্রকল্পের জন্য জাতীয় বাজেটে আমরা ১৪,৯৫১.০৯ কোটি টাকার একটি প্রস্তাব দিয়েছি।’
তিনি বলেন, বিদ্যুৎ বিভাগ ইতোমধ্যেই তাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ১৩,০৪০.০৯ কোটি টাকা চূড়ান্ত করেছে। এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ১,৪৯০.৫৫ কোটি টাকা ব্যয়ে ৩০টি প্রকল্প বাস্তবায়ন করবে।

২০১৬-২০১৭ অর্থবছরে অনুন্নয়ন ব্যয় নির্ধারণ করা হয়েছে ৮৪.৯৬ কোটি টাকা। ২০১৫-২০১৬ অর্থবছরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে বরাদ্দ ছিল ১৮ হাজার ৫৪০ কোটি টাকা।
১৮ হাজার ৫৪০ কোটি টাকার মধ্যে বিদ্যুৎ বিভাগে বরাদ্দ ছিল ১৬ হাজার ৫০৩ কোটি টাকা। আর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে ছিল ২ হাজার ৩৭ কোটি টাকা। এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, দেশের মানুষ অব্যাহত বিদ্যুৎ সংকট থেকে রেহাই পেয়েছে। দেশের ৭৬ ভাগ মানুষ এখন বিদ্যুতের আওতায়।

তিনি বলেন, গত ৭ বছরে আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতে ব্যাপক সাফল্য অর্জন করেছে। ২০০৯ সালে যেখানে বিদ্যুতের উৎপাদন ছিল ৪ হাজার ৯৪২ মেগাওয়াট, সেখানে এখন হচ্ছে ১৪ হাজার ৫৩৯ মেগাওয়াট। সরকারের লক্ষ্য ২০২১ সালে ২৪ হাজার মেগাওয়াট উৎপাদন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে