৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ-আইসিবি।
রাজধানীর একটি হোটেলে আইসিবি-র ৪২তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়। সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, গেল অর্থবছরে সাবসিডিয়ারি সহ সম্মিলিতভাবে ৪১৬ কোটি ৩৩ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে আইসিবির ভূমিকার প্রশংসা করেন শেয়ারহোল্ডাররা। ভবিষ্যতেও পুঁজিবাজারে আইসিবির ভূমিকা ও অবস্থান দৃঢ় থাকবে বলে আশা করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ