শরীরের অক্সিজেন সরবরাহ ঠিক আছে কিনা জানতে বড় কোনো পরীক্ষা বা জটিল যন্ত্রের ব্যবহার ছাড়াই মানব দেহের অক্সিজেন পরিমাপ করবে ই-স্কিন । সম্প্রতি জাপানের গবেষকরা এক টুকরো পাতলা প্লাস্টিকের প্রলেপের মত দেখতে এই ই-স্কিন আবিষ্কার করেছেন ।

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা মানুষের শরীরের অবস্থা পরিমাপের জন্য ই-স্কিন নিয়ে গবেষণা করেন। বর্তমানে গবেষকরা শরীরের অবস্থা বুঝাতে ই-স্কিনের সংখ্যা ও বর্ণ প্রদর্শনের ব্যবস্থা নিয়ে কাজ করছেন। ই-স্কিন সম্পর্কে নিবন্ধ প্রকাশ করেছে বিজ্ঞান সাময়িকী ‘সায়েন্স অ্যাডভান্স’।

অপারেশনের সময় কারো শরীরে অক্সিজেনের মাত্রা জানা জরুরি। কিন্তু ওই সময় কোনো বাড়তি যন্ত্র স্থাপন বা পরীক্ষার মাধ্যমে অক্সিজেনের মাত্রা জানা বেশ ঝামেলার। এই কাজটিই সহজ করে দেবে ই-স্কিন।

গবেষকরা জানান, মানুষের হাতের আঙুলের কাছে ই-স্কিন লাগানো হয়। পরীক্ষাগারে স্বেচ্ছাসেবকদের ওপর ই-স্কিনের পরীক্ষা সফল হয়েছে। এটি নিখুঁতভাবে কোনো শরীরে অক্সিজেনের মাত্রা জানাতে পারে।জানা গেছে, ই-স্কিনের মধ্যে থাকে ক্ষুদ্র বৈদুত্যিক যন্ত্র। এর মধ্যে থাকা বিশেষ ব্যবস্থা লাল, নীল ও সবুজ এই তিন রঙে শরীরের অক্সিজেনের মাত্রা জানায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে