সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ২ লাখ ৯০ হাজার ৩৪৮টি পদ শূন্য রয়েছে। সোমবার বিকেলে, জাতীয় সংসদ অধিবেশনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের এক প্রশ্নের উত্তরে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ তথ্য জানান।
সংসদ অধিবেশনে মন্ত্রী উপস্থিত না থাকলেও লিখিত উত্তরে তিনি বলেন, সর্বাধিক শূন্য পদ রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। এই মন্ত্রণালয়ে খালি রয়েছে মোট ৫৮ হাজার ৯৮৯টি পদ। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ৪১ হাজার ৮৬৯টি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ১২ হাজার ৮৩৭টি, স্বাস্থ্যসেবা বিভাগে ৩৪ হাজার ৯২৩টি, জননিরাপত্তা বিভাগে ২৮ হাজার ৩৫০টি, রেলপথ মন্ত্রণালয়ে ১৫ হাজার ৫২৫টি পদ খালি রয়েছে।
শূন্যপদ পূরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রী জানান। এদিকে, প্রবাসীদের সুরক্ষা ও কল্যানে এদিন ‘ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড বিল-২০১৮’ পাস হয় সংসদে।
রুজমিলা হক
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ