বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন স্থগিতের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে আজ সোমবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে প্রতীকী অনশন কর্মসূচী পালন করবে বিএনপি।

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।সরকার মহানগর নাট্যমঞ্চে বিএনপির কর্মসূচী পালনের জন্য মৌখিক অনুমতি দিয়েছে বলে জানান, রিজভী। সারাদেশে এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।তবে, গতকাল অনশন কর্মসূচী পালনের জন্য রাজধানীর মহানগর নাট্যমঞ্চ অথবা ইঞ্জিনিয়ার্স ইনিস্টটিউশনে অনুমতি চায় বিএনপি। সোমবারের অনশন কর্মসূচি নিয়ে রিজভী আশা করেন, শান্তিপূর্ণ এই কর্মসূচিতে সরকার বাধা দেবে না। রিজভী বলেন, খালেদা জিয়ার আইনী পরামর্শক ব্রিটিশ আইনজীবী লর্ড কারলাইলকে যদি ভিসা দেয়া না হয় তাহলে এটা প্রমাণিত হবে যে, বেগম জিয়াকে মিথ্যা মামলায় কারাদণ্ড দিতেই ইন্ডিয়ান হাই-কমিশনের নেপথ্য ভূমিকা রয়েছে।

জাতীয় প্রেসক্লাবের এক প্রতিবাদ সভায় ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে নয় বরং এদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রক্ষা করছে বলে অভিযোগ করেন, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়।তিনি বলেন, ‘রাষ্ট্রীয় বন্ধুত্ব যদি কোন ব্যক্তি বা দলের সঙ্গে হয় তাহলে, সেই দেশ কীভাবে তাদের বন্ধু হিসেবে নেবে?’ এই ভাবনা থেকে যদি বাংলাদেশের মানুষ বন্ধুদের সঙ্গে কখনও বিদ্রোহ করে তাহলে সে দায় কে বহন করবে বলে অভিযোগ করেন গয়েশ্বর চন্দ্র রায়। গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে