আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁ সরকারী কলেজে খেলা কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬’ই ডিসেম্বর) দিনব্যপি নওগাঁ সরকারী কলেজ মাঠে সহকারী অধ্যাপক মনিরুজ্জামানের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সামছুল হক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর এস এম মোজাফফর হোসেন। এ সময় বিভিন্ন ইভেন্টে উক্ত কলেজের শিক্ষকেরা কুইজ, ব্যাডমিন্টন খেলার আয়োজন করে। কুইজ, ব্যাডমিন্টন খেলায় কলেজের ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। খেলায় একক ব্যাডমিন্টনে ১ম হয়েছেন শাকিল আহমেদ ২য় হয়েছেন মুসফিকুল হাসান ৩য় আব্দুল্লাহ আল মুহি মেয়েদের উম্মে তাসফিয়া ১ম মেহেরিন ২য় খাদিজা ৩য়। দ্বৈত ব্যাডমিন্টনে ১ম শাকিল আহমেদ আব্দুল্লাহ আল মুহি, ২য় মামুনুর রশিদ, সৈকত হোসেন ৩য় নিহাল, আ: করিম ও কুইজ প্রতিযোগিতায় ১ম হয়েছেন স্বপ্ন ২য় হয়েছেন রাফিউল।
উক্ত কলেজের শিক্ষার্থী লিয়ন বলেন এ ধরনের খেলা ও কুইজের আয়োজন করায় প্রিন্সিপাল স্যারকে ধন্যবাদ জানাই। এই খেলার মাধ্যমে শিক্ষার্থীরা মাদক থেকে দুরে থাকবে লেখা পড়ায় মনোযোগী হবে। প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর সামছুল হক বলেন আমরা সব সময় কলেজের শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করে যাব। আর এই উন্নয়ন করতে যা যা করা দরকার সব করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এসময় আরো উপস্থিত ছিলেন উক্ত কলেজের শিক্ষক সুলতানা আইরিন পারভীন, মিজানুর রহমান, ফজলে এলাহী, দীপংকর মন্ডল, ড.আনোয়ার হোসেন, নুর ইসলাম, আবু বকর সিদ্দিক, মোখলেছুর রহমান, সবুর হোসেন, তামিম মাহমুদসিদ্দিক, ফয়সাল কবির, নাসিম আলম প্রমূখ। শেষে কলেজের সাহিত্য বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন কলেজের হাজারো শিক্ষার্থী ও শিক্ষকগণ।