কিশোরগঞ্জের মিঠামইনে ডিবি হারুনের প্রেসিডেন্ট রিসোর্টে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের একটি টিম। সোমবার (০৯ ডিসেম্বর) দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত চলা অভিযানে ঢাকা থেকে আসা এনবিআরের ওই টিম ৪টি হার্ডডিস্ক ও কিছু কাগজপত্র এবং তথ্য ও উপাত্ত জব্দ করে। এনবিআরের পরিচালক চাঁদ সুলতানা চৌধুরানীর নেতৃত্বে অভিযানে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নেন। স্থানীয় প্রশাসন এতে সহযোগিতা করেন।
অভিযান শেষে এনবিআরের পরিচালক চাঁদ সুলতানা চৌধুরানী বলেন, সার্ভেয়ারের সহায়তায় ল্যাগু এবং কনস্ট্রাকশনের মেজারমেন্ট নেয়া হয়েছে। সেই রিপোর্টগুলোর ভিত্তিতে আসল ফাঁকিটা আমরা বের করতে পারবো। আমাদের টিম সংগ্রহকৃত তথ্য উপাত্তগুলো এবং যারা সাপোর্ট করলো আমাদের তাদের রিপোর্টের ভিত্তিতে তারপর আমরা বলতে পারবো একচুয়ালি কি পাওয়া গেলো। বিষয়গুলো তদন্তাধীন। তদন্ত সাপেক্ষে যে রেজাল্টটা আসবে তারপরই সিদ্ধান্ত নিবে সরকার। আমরা ন্যাশনাল টাস্কফোর্সের অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড এই অভিযানটা পরিচালনা করেছে। রিপোর্টের পর দেখা যাবে সিদ্ধান্তটা কি আসে। এর আগে কর ফাঁকি, অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান হারুন ।
কিশোরগঞ্জ নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ