মোঃ তানসেন আবেদীনঃ ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এরপর দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা প্রশাসনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার সরকারি দপ্তর, বিভিন্ন কলেজ এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পৃথক ব্যানারে অংশ নেয়। সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব আল রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. তরিকুল ইসলাম, দুদকের নারায়ণগঞ্জ সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ জামাল হোসাইন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাজাহার হোসেন মাজুম, ডা. শাহনেওয়াজ চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুদকের সহকারী পরিচালক তুষার আহমেদ, উপসহকারী পরিচালক মো. তারেক মিয়া, সহকারী পরিদর্শক মো. শরীফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য এবং আমন্ত্রিত সুধীজন।
জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, “আমরা অফিস কেন্দ্রীক দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করবো। আমাদের লক্ষ্য হবে জনগণকে সঠিকভাবে সেবা দেওয়া এবং রাষ্ট্রের জন্য নিবেদিতভাবে কাজ করা।”
দুদকের উপপরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী বলেন, “দুর্নীতি সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব না হলেও, এটিকে সহনীয় পর্যায়ে এনে দুর্নীতিবাজদের কঠোর শাস্তি প্রদানের মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা সবাইকে এ যাত্রায় সহায়তার আহ্বান জানাই।”
নারায়ণগঞ্জ নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ