মোঃ তানসেন আবেদীনঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিনগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে বলে জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক৷
তিনি জানান, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূইয়া। এ মামলায় রবিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকাধীন ই-ব্লকের ২৯৫ নং ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। ডিবি সূত্র জানিয়েছে, সোমবার(৯ডিসেম্বর )তাকে আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, বান্দরবানের লামায় যাওয়ার পথে রবিবার দিনগত রাত আনুমানিক দুইটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতাদের বহন করা একটি গাড়িতে ‘হামলা’ হওয়ার দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। যদিও ‘ছিনতাইকারীদের কবলে’ পড়েছিল বলে জানিয়েছে পুলিশ। ধারালো অস্ত্রের মুখে গাড়িতে থাকা ছাত্রনেতাদের মোবাইল ও মানিব্যাগও লুট করা হয়েছে।
নারায়ণগঞ্জ নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ