চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (বৃহস্পতিবার) ১৩টি মার্কিন সামরিক কোম্পানি ও ৬ জন সিনিয়র ম্যানেজারের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত প্রকাশ করা হয়।
এ নিয়ে অনুষ্ঠিত চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র লিন চিয়ান বলেন, তাইওয়ান ইস্যু চীনের চীনের কেন্দ্রীয় স্বার্থের মূল। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র অনেকবার চীনের তাইওয়ান অঞ্চলে অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে, যা এক-চীন নীতি ও চীন-যুক্তরাষ্ট্রের ৩টি যৌথ ঘোষণাকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে, চীনের অভ্যন্তরীণ ব্যাপার হস্তক্ষেপ করেছে এবং চীনের সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বিদেশী নিষেধাজ্ঞা বিরোধী আইন অনুসারে চীন, যুক্তরাষ্ট্রের সামরিক কোম্পানি ও পরিচালকদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, ‘তাইওয়ানের স্বাধীনতা’ প্রচেষ্টা তাইওয়ান প্রণালীর শান্তি গুরুতরভাবে হুমকি সৃষ্টি করছে। যুক্তরাষ্ট্রের আচরণ তাইওয়ানকে বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দেবে। চীন তাগিদ দেয় যে, যুক্তরাষ্ট্র এক-চীন নীতি ও চীন-যুক্তরাষ্ট্রের ৩টি যৌথ ঘোষণা মেনে চলবে, শিগগিরি তাইওয়ানকে অস্ত্র বিক্রি এবং ‘তাইওয়ান স্বাধীনতাকামী’ শক্তিকে সমর্থন বন্ধ করবে।
সূত্র: তুহিনা-হাশিম-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।। বিডি টাইমস নিউজ