মোকাম্মেল হক নয়নঃ রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকন নেতা চিন্ময় প্রভুকে গ্রেফতারের ও জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের প্রতিবাদে ইসকন দূর্বৃত্তরা আদালত চত্বরে নারকীয় তাণ্ডব অগ্নি সংযোগ, ভাংচুর চালায়। হামলা করে আদালত ও আইনজীবীদের উপর।এতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে নির্মমভাবে হত্যা করে।আহত করে আরো অর্ধশতাধিক মানুষকে।এই ঘটনার জের ধরে সারাদেশে আইনজীবীরা আদালত বর্জনের ঘোষণা দেন।বিক্ষোভ ছড়িয়ে যায় সারাদেশে।
বহুল আলোচিত চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামী ইসকনের সক্রিয় সদস্য চন্দন(৩৮)কে ৪ ডিসেম্বর দিবাগত রাত ৪ টায় গোপন সূত্রের ভিত্তিতে ভৈরব রেলওয়ে জংশন থেকে গ্রেফতার করে পুলিশ।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সে ভৈরব থেকে রেলযোগে আখাউড়া হয়ে ভারত সীমান্ত দিয়ে পালিয়ে যেতে চেয়েছিলো। চন্দন চট্টগ্রাম বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃত ধারীর ছেলে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শাহিন প্রতিবেদকে গ্রেফতার এর বিষয়টি নিশ্চিত করেছেন।আজ(৫ ডিসেম্বর) ধৃত চন্দনকে কিশোরগঞ্জ জেলা ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করবেন বলে জানিয়েছেন।
কিশোরগঞ্জ নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ