দ্বিতীয় আন্তর্জাতিক সরবরাহ চেইন মেলা গত শনিবার বেইজিংয়ে শেষ হয়েছে। অনেক অংশগ্রহণকারী বিদেশি অতিথিরা বলেন, কিছু সংরক্ষণবাদী কর্ম বিশ্বব্যাপী সরবরাহ চেইন ক্ষতিগ্রস্ত করছে। ‘ডিকপলিং’ অন্যদের ক্ষতি করে এবং নিজের জন্যও উপকারী নয়, যা বিশ্বব্যাপী ব্যবসায়িক সম্প্রদায়ের ইচ্ছার বিপরীতে চলে।

এ সম্পর্কে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান সোমবার অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, আন্তর্জাতিক সরবরাহ চেইন মেলা হল চীনের উন্মুক্তকরণ ও সহযোগিতা প্রচার করা এবং বিশ্বব্যাপী উৎপাদন ও সরবরাহ চেইনের স্থিতিশীলতা ও মসৃণতা বজায় রাখার গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম।

বিশ্বব্যাপী উৎপাদন ও সরবরাহ চেইনের স্থিতিশীলতা, মসৃণতা ও স্থিতিস্থাপকতা বৈশ্বিক অর্থনীতির টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ গ্যারান্টি, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চীন অব্যাহতভাবে উচ্চমানের উন্নয়ন ও উন্মুক্তকরণ মেনে চলবে, সহনশীল অর্থনৈতিক বিশ্বায়নকে প্রচার করবে, সরবরাহ চেইন মেলার অংশগ্রহণকারীদের সংযুক্ত করবে, বিভিন্ন দেশের সরবরাহ চেইন সহযোগিতার চেতনা জোরদার করবে, যাতে বৈশ্বিক সরবরাহ চেইন ‘বৈশ্বিক জয়-জয় চেইন’ হয়ে ওঠে।

সূত্র: তুহিনা-হাশিম-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে