মোঃ তানসেন আবেদীনঃ থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। ইতিহাস গড়েছে বাংলাদেশ যুব হকি দল। ওমানের মাসকটে থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। প্রথমবার জায়গা নিশ্চিত করেছে জুনিয়র হকি বিশ্বকাপে। হকির সব প্রতিযোগিতা মিলিয়ে এবারই প্রথম বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
সোমবার থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল যুব এশিয়া কাপের। ওমানের এই টুর্নামেন্ট থেকে সেরা ছয়টি দল জায়গা পাবে ২০২৫ সালে ভারতে অনুষ্ঠেয় জুনিয়র হকি বিশ্বকাপে। থাইল্যান্ডকে হারানোয় বাংলাদেশের পাঁচ অথবা ছয়ে থাকা নিশ্চিত হলো।
খেলা-ধুলা নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ