ঢাকার অনুষ্ঠিত হল যুক্তরাজ্যের প্রায় ২০০ বছরের পুরানো জনপ্রিয় ইউনিভার্সিটি অফ ওলভারহ্যাম্পটন ও ‘পেনস্টন এডুকেশন গ্রুপের’ আলোচনা সভা। সভা শেষে উত্তরায় ‘পেনস্টন এডুকেশন গ্রুপের’ কার্যালয়ে হয় প্রেস কনফারেন্সটি।

যুক্তরাজ্যের জনপ্রিয় ইউনিভার্সিটি অফ ওলভারহ্যাম্পটনের সহযোগিতা বাংলাদেশে কার্যক্রম শুরু করল ‘পেনস্টন একাডেমি অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ বাংলাদেশ’। বিদেশে উচ্চ শিক্ষার জন্য ‘ইউনিভার্সিটি অফ ওলভারহ্যাম্পটন’ বাংলাদেশের ‘পেনস্টন এডুকেশন গ্রুপে’র সাথে প্রতিষ্ঠানটির সাথে কার্যক্রম সম্প্রসারিত করতে কৌশলগত সহযোগিতা ঘোষণা করেছে। ‘পেনস্টন একাডেমি অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ বাংলাদেশ’, বাংলাদেশে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের কান্ট্রি অফিস হিসেবে কাজ করবে। যেখানে উভয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ছাত্রভর্তি, একাডেমিক বৃদ্ধি এবং বৈশ্বিক ভবিষ্যত সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ইউনিভার্সিটি অফ ওলভারহ্যাম্পটনের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ইব্রাহিম আদিয়া গতবছরের বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য অর্জনগুলি তুলে ধরে বলেন, যার মধ্যে গবেষণা, ছাত্র সাফল্য উদ্যোগ এবং বৈশ্বিক সম্প্রসারণ অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্ববিদ্যালয়টির উদ্ভাবনী একাডেমিক প্রোগ্রাম এবং নতুন সহযোগিতাগুলির জন্য ‘পেনস্টন একাডেমি অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ বাংলাদেশ’ সাথে পার্টনারশিপে কার্যক্রমে আশাবাদ ব্যক্ত করেন।

প্রফেসর ইব্রাহিম আদিয়া বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, যার মধ্যে প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার্থীদের একটি বৈশ্বিকভাবে স্বীকৃত শিক্ষা প্রদান করার পরিকল্পনা রয়েছে। ‘পেনস্টন একাডেমি অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ বাংলাদেশ’ সাথে আমাদের সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে খ্যাতনামা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের ‘পেনস্টন একাডেমি অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ বাংলাদেশ’ অভিজ্ঞতা এবং ছাত্রদের সাফল্যের প্রতি আস্থা রেখে প্রফেসর ইব্রাহিম আদিয়া বলেন, আমাদের কার্যক্রমের সাথে পুরোপুরি মেলে, যেখানে বিশ্বমানের শিক্ষা প্রদান এবং ক্যারিয়ার-প্রস্তুত গ্র্যাজুয়েট তৈরি করা আরো সহজ ও সফল হবে। আমরা আগামী পাঁচ বছরে অনেক বেশি শিক্ষার্থীদের বিদেশে উচ্চ শিক্ষা বৃদ্ধির প্রত্যাশা করছি, কারণ আমরা একসাথে কাজ করে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য অঞ্চলের শিক্ষার্থীদের সহায়তা করতে পারব।

ইউকে স্টুডেন্ট রিক্রুটমেন্ট, অ্যাক্সেস এবং ইউনিভার্সিটি অফ উলভারহ্যাম্পটনের পার্টনারশিপ পরিচালক প্রফেসর জ্যাক ক্লেয়ার বলেন, বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য চমৎকার সুযোগ দেখছি। বাংলাদেশের শিক্ষার্থীরা যুক্তরাজ্যেরের শিক্ষার প্রতি আকর্ষণীয় হওয়ার অনেক কারণ রয়েছে, এখানে শিক্ষার্থীরা বিশ্বব্যাপী স্বীকৃত ডিগ্রি, চমৎকার ক্যারিয়ার গড়ার সুযোগ এবং সাংস্কৃতিক অভিজ্ঞতা লাভ করতে পারেন।

প্রফেসর জ্যাক ক্লেয়ার বলেন, বাংলাদেশী শিক্ষার্থীরা বিশ্বমানের সুবিধা, বৈচিত্র্যময় শিক্ষার পরিবেশ এবং গ্র্যাজুয়েশন পরবর্তী উন্নত ক্যারিয়ার গড়ার সুযোগ লাভ করবে। এছাড়াও, যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসা নীতির মাধ্যমে শিক্ষার্থীরা পার্ট-টাইম কাজ করার সুযোগ পাবে, যা তাদের পড়াশোনা চলাকালীন আর্থিকভাবে সহায়তা করবে।

ইউনিভার্সিটি অফ উলভারহ্যাম্পটনের শ্রীলঙ্কায় প্রতিনিধি ও গ্লোবাল হায়ার এডুকেশনের চেয়ারম্যান ম্যানিমারান মহেশ্বরন জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহযোগিতার খুঁটিনাটি বিষয়ে আমরা খুব গুরুত্ব দেই। শ্রীলঙ্কায় শিক্ষা খাতে ক্রমবর্ধমান ব্যাপক চাহিদা সৃষ্টি হচ্ছে এবং আন্তর্জাতিক মানের ডিগ্রির প্রতি আগ্রহ বাড়ছে শ্রীলঙ্কা ছাত্র- ছাত্রীদের। আমরা শ্রীলঙ্কায় ইউনিভার্সিটি অফ উলভারহ্যাম্পটনের পড়াশোনার প্রতি বাড়তি আগ্রহ দেখতে পাচ্ছি, পেন্সটন একাডেমির সাথে এই সহযোগিতা শিক্ষার্থীদের জন্য একটি অতিরিক্ত পথ তৈরি করবে, যা বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ককে আরও শক্তিশালী করবে। শ্রীলঙ্কায় ”পেনস্টন একাডেমি অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ’ ও ইউনিভার্সিটি অফ উলভারহ্যাম্পটনের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন তিনি।

‘পেনস্টন এডুকেশন গ্রুপের’ প্রধান নির্বাহী মোস্তফা জাভেদ বলেন, বিদেশে লেখাপড়ার ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের সবসময় সঠিক পরামর্শ দিয়ে আসছে ‘পেনস্টন একাডেমি অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ বাংলাদেশ’। ইউনিভার্সিটি অফ ওলভারহ্যাম্পটনের সাথে নতুন পার্টনারশিপের বিষয়ে ইতিবাচক প্রভাব তুলে ধরেন তিনি বলেন, পেন্সটন, ইতিমধ্যেই বাংলাদেশে উচ্চশিক্ষা নিয়ে শিক্ষার্থীদের পথপ্রদর্শক হিসেবে একটি সুপ্রতিষ্ঠিত নাম, এখন থেকে ইউনিভার্সিটি অফ উলভারহ্যাম্পটনের অফিসিয়াল প্রতিনিধিত্ব করবে পেনস্টন। এই সহযোগিতার মাধ্যমে পেন্সটন শিক্ষার্থীদের ইউনিভার্সিটি অফ উলভারহ্যাম্পটনের বিভিন্ন প্রোগ্রামে সরাসরি অ্যাক্সেস প্রদান করবে। আমরা শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন সহায়তা থেকে শুরু করে, যুক্তরাজ্যে লেখাপড়ার সার্বিক বিষয় গুলির প্রতি গভীর নজর রাখি। উচ্চশিক্ষার ক্ষেত্রে সমগ্র প্রক্রিয়ার শেষ পর্যন্ত সহায়তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা।

ইউনিভার্সিটি অফ উলভারহ্যাম্পটনে উচ্চশিক্ষার জন্য তৈরি হওয়া সুযোগগুলোকে জীবন বদলানো ও উন্নত ক্যারিয়ার গড়ার এক অপরিসীম সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটি অফ উলভারহ্যাম্পটনের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ইব্রাহিম আদিয়া, ইউনিভার্সিটি অফ উলভারহ্যাম্পটনের শ্রীলঙ্কায় প্রতিনিধি ও গ্লোবাল হায়ার এডুকেশনের চেয়ারম্যান ম্যানিমারান মহেশ্বরন, প্রফেসর জ্যাক ক্লেয়ার, ইউকে স্টুডেন্ট রিক্রুটমেন্ট, অ্যাক্সেস এবং ইউনিভার্সিটি অফ উলভারহ্যাম্পটনের পার্টনারশিপ পরিচালক, ‘পেনস্টন একাডেমি অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ বাংলাদেশ’ এবং পেনস্টন এডুকেশন গ্রুপের’ প্রধান নির্বাহী মোস্তফা জাভেদ। বিদেশে ক্যারিয়ার গড়ার জন্য অনেক বাংলাদেশের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে