নাঈম আলমগীরঃ বিশ্ব আমীর হযরত মাওলানা সা’দ (দা.বা.)-কে বাংলাদেশে আসতে দেওয়ার দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে তাবলীগ জামাত বাংলাদেশ, জামালপুর জেলা।
তাবলীগ জামাত বাংলাদেশ জামালপুর জেলার সাথীরা সোমবার সকাল থেকে শহরের জিলা স্কুল মাঠে জমায়েত হন। পরে ঐ দিন দুপুরে তারা জেলা প্রশাসক হাছিনা বেগম এবং পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় তাবলীগ জামাত বাংলাদেশের জেলার পক্ষে স্মারকলিপি দেন শহীদুল ইসলাম, ডাঃ আরিফ ছাহেব, মাহফুজুর রহমান, মুফতি লুৎফর রহমান এবং রুহুল আমীন সোহেল।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেছেন, বিগত সাত বছর ধরে তাদের মসজিদে দাওয়াতের কাজ বন্ধের জন্য একটি পক্ষ মারপিট, হত্যাকাণ্ড, জুলুম-নির্যাতন এবং অপপ্রচার চালিয়ে আসছে। দেশের সকল মসজিদে তাবলীগের কাজ অবাধে পরিচালনার জন্য সুস্পষ্ট আদেশ জারি এবং বিশ্ব আমীর হযরত মাওলানা সা’দ (দা.বা.)-কে বাংলাদেশে আসতে দেওয়ার দাবি জানান।
জামালপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ