ইসলামী বিশ্ববিদ্যালয়ে রবিবার (১ ডিসেম্বর) দুইটি পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আরবী ভাষা ও সাহিত্য বিভাগে ‘উপমহাদেশে আরবি ভাষা ও সাহিত্য প্রচারে নাদওয়াতুল উলামার অবদান’ শীর্ষক পিএইচ.ডি গবেষণাকর্মের ২য় সেমিনার অনুষ্ঠিত হয়। প্রফেসর ড. আ.ব.ম. মুখলেছুর রহমান সেমিনার লাইব্রেরিতে অনুষ্ঠিত এ সেমিনারে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী এবং গবেষণা তত্ত্বাবধায়ক , আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মোহাঃ তোজাম্মেল হোসেন সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে সেমিনারে আলোচক ছিলেন প্রফেসর ড. কাউছার মোঃ বাকী বিল্লাহ, প্রফেসর ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকী এবং প্রফেসর ড. মোস্তাক মোহাম্মদ আব্দুল মুক্তাদির মুনাওয়ার আলী। সঞ্চালনায় ছিলেন প্রফেসর মোঃ রফিকুল ইসলাম। বিভাগের অন্যান্য শিক্ষক এবং পিএইচ.ডি ফেলো এইচ. এম. আতাউর রহমান সেমিনারে উপস্থিত ছিলেন।

‘বাংলাদেশ ও পূর্ব এশিয়া সম্পর্ক ১৯৭২-১৯৯০: একটি ঐতিহাসিক বিশ্লেষণ’ শীর্ষক আরেকটি পিএইচ.ডি সেমিনার অনুষ্ঠিত হয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে। ভাইস চ্যান্সেলর সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গবেষণাপ্রবন্ধের উপরে আলোচনা করেন। বিভাগের সভাপতি প্রফেসর ড. আব্দুল গফুর গাজী’র সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন প্রফেসর ড. রুহুল কে এম সালেহ। প্রফেসর ড. মোঃ আব্দুল বারী প্রমুখ আলোচনায় অংশ নেন। গবেষণাকর্মের তত্ত্বাবধায়ক প্রফেসর ড. মোঃ শরিফুল ইসলাম, বিভাগের শিক্ষকবৃন্দ এবং গবেষক মোঃ শিহাব উদ্দীন সেমিনারে উপস্থিত ছিলেন। #সংবাদ বিজ্ঞপ্তি

কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে