গাজীপুর সিটি নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপও। এসব বিষয় নিয়ে প্রগতিশীল নাগরিক ফোরামের এই সংবাদ সম্মেলন।বক্তারা বলেন, গাজীপুরে ভোটের ব্যবধানই বলে দেয়, সেখানে জাল ভোট হয়নি। তবে নির্বাচনকে প্রভাবিত করতে, শুরু থেকেই আওয়ামী লীগ প্রার্থীকে নিয়ে মিথ্যাচার হয়েছে।

দেশের কিছু গণমাধ্যম ও কূটনীতিকও এই ষড়যন্ত্রের অংশ যা দেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর। এমন অভিযোগ করেছে প্রগতিশীল নাগরিক ফোরাম। বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা, নির্বাচন নিয়ে এই ষড়যন্ত্র প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহবান জানান। গত ১৫ মে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের পর ২৬ জুন গাজীপুরে ভোট। এ দুই নির্বাচনেই আওয়ামী লীগ প্রার্থী জয় পেলেও এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি এবং কূটনৈতিকদের কেউ কেউ।

আলোচকরা বলেন, জিততে নয়, বরং ষড়যন্ত্র করতেই নির্বাচনে অংশ নিচ্ছে  বিএনপি। শুধু তাই নয়, নির্বাচনে বিদেশিরা অযথা নাক গলাচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা। আগামী ৩০ জুলাই হতে যাওয়া রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি নির্বাচন এবং একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে–এমন দাবি করে তা প্রতিহতের ঘোষণা দেন বক্তারা।

রুজমিলা হক
নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে