এমপিও ভুক্তির দাবিতে ২৮তম বারের মতো আন্দোলনে নেমেছে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির এমপিও ভুক্তির প্রক্রিয়া শুরু না হওয়ার জন্য শিক্ষামন্ত্রীর অনীহাকে দায়ী করছেন ফেডারেশনের সভাপতি। তবে শিক্ষামস্ত্রী জানান, এমপিও ভুক্তির জন্য নীতিমালা চূড়ান্ত করার কাজ চলছে।
বগুড়ার শেরপুরের খানপুর কয়েরখালি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া পারভীন। প্রত্যন্ত এলাকায় ১৮ বছর ধরে শিক্ষকতা করে একটু একটু করে নারী শিক্ষার আলো ছড়িয়েছেন। এরাব নিজের ন্যায্য অধিকার আর মর্যাদার দাবিতে নেমেছেন রাজপথে। এমপিওভুক্তির দাবিতে আবারো আন্দোলন করছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। সবশেষে চলতি বছরের ৫ই জানুয়ারি প্রধানমন্ত্রীর তরফ থেকে এমপিওভুক্তির প্রতিশ্রুতি দেয়া হলেও, শিক্ষামন্ত্রীর রোষানলের কারণেই প্রক্রিয়া আটকে আছে বলে অভিযোগ করেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতিমাহমুদুন্নবী ডলার।এদিকে, এমপিও ভুক্ত করতে নীতিমালা চূড়ান্তের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
পাঁচ হাজার ২শ ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষককে দ্রুত এমপিও ভুক্ত করার প্রক্রিয়া শুরু না হলে সোমবার থেকে আমরণ অনশনের হুঁশিয়ারিও দেন শিক্ষকরা। ঊল্লেখ্য, এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা গত বছরের ২৬শে ডিসেম্বর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার কর্মসূচি পালন করেন। নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ডাকে তখন টানা অবস্থান ও অনশনের একপর্যায়ে এ বছরের ৫ই জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তার একান্ত সচিব সাজ্জাদুল হাসান সেখানে গিয়ে আন্দোলনকারীদের আশ্বাস দেন। এরপর শিক্ষক-কর্মচারীরা আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।কিন্তু অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-২০১৯ অর্থবছরের যে বাজেট প্রস্তাব করেছেন, সেখানে নতুন এমপিওভুক্তির বিষয়ে সুস্পষ্টভাবে কিছু বলা হয়নি। এবারের বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের জন্য ৫৩ হাজার ৫৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এটি প্রস্তাবিত জাতীয় বাজেটে খাতওয়ারি দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ। বাজেট বরাদ্দে প্রাথমিক বিদ্যালয়, কারিগরি প্রতিষ্ঠান ও অবকাঠামো নির্মাণে গুরুত্ব দেয়া হয়েছে।
রুজমিলা হক,
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ