দেশে বিদ্যুতের উৎপাদন সক্ষমতার ৪০ শতাংশই অব্যবহৃত থাকছে। যার ব্যয় বহন করতে হচ্ছে সরকারকে। বেসরকারি গবেষণা সংস্থা সানেমের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এছাড়া অভ্যন্তরীণ গ্যাস উত্তোলনের বদলে এলএনজি নির্ভরতার কারণেও বিদ্যুৎ খাতে সরকারের ব্যয় বাড়ছে বলেও সানেমের গবেষণায় উঠে আসে।
সোমবার সংশ্লিষ্ট সভায় ক্যাবের সহ-সভাপতি ড. শামসুল আলম বলেন, এক শ্রেণির ব্যবসায়ীকে লুণ্ঠনমূলক মুনাফা করার সুযোগ করে দেয়া হয়েছে। যাদের এখন নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। তবে এর সাথে দ্বিমত পোষণ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তিনি বলেন, ভারতের সাথে তুলনা করলে বিদ্যুতের অতিরিক্ত সক্ষমতা খুব বেশি নয়। অনুষ্ঠানে জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসাইন বলেন, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের বিষয়টি সরকার এড়িয়ে চলছে।