পর্যটন শিল্পের বিকাশে জঙ্গিবাদ বড় বাধা বলে মনে করেন পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। সম্ভাবনাময় এই খাতে এ সংকট মোকাবেলায় ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল গঠনের দাবি বিশেষজ্ঞদের। সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে পর্যটন মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলা হয়।

২০১৬ সাল ছিলো দেশে পর্যটন বর্ষ। প্রায় ১০ লাখ বিদেশি দেশে আনার পরিকল্পনা ছিলো সরকারের। তবে জুলাইয়ে গুলশানে জঙ্গি হামলার পর থেকেই পর্যটন শিল্পে দেখা দেয় ভাটা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমনে সতর্কতা জারি করলে, কাংখিত বিদেশি পর্যটক আসেনি। যার কারণে আরো দুবছর বাড়ানো হয়েছে পর্যটন বর্ষের লক্ষ্য। তবে জঙ্গিবাদ এখনও বড় বাধা বলে মনে করেন পর্যটনমন্ত্রী।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পর্যটন থেকে এখন বছরে সাড়ে সাত কোটি ডলার আয় হয়। প্রাকৃতিক সৌন্দর্যের অনেক উপাদান থাকার পরও প্রতিবেশি সব দেশের চেয়ে তা কম। ২০২০ সাল নাগাদ পর্যটন থেকে জিডিপির পাঁচ ভাগ আয় করতে আধুনিক হোটেল ও যাতায়াত ব্যবস্থা নির্মাণের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

মেলায় দেশ-বিদেশের ৫০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। গ্রাহকদের আকৃষ্ট করতে দেয়া হচ্ছে আকষর্ণীয় অফার ও ছাড়। তিনদিনের এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে দর্শনার্থীদের জন্য।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে