বন্ধ রাখা দেশীয় ১১টি প্রতিষ্ঠানে আবারো নিম্নমানের পেট্রল উৎপাদনের সুযোগ দিতে চায় শিল্প মন্ত্রণালয়। অভিযোগ উঠেছে, মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই এর মত না নিয়ে এ ব্যাপারে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসিকে চিঠি দেয় তারা। অথচ বিএসটিআই- এর বেঁধে দেয়া মান নিশ্চিত করতেই এই ১১ প্রতিষ্ঠানের পেট্রল গত ১’লা জুলাই থেকে কেনা বন্ধ রাখে বিপিসি।
গত জুলাই থেকে পেট্রলের মান বাড়ানোর চেষ্টা করছে বিএসটিআই, জ্বালানি মন্ত্রণালয়, পেট্রোবাংলা ও বিপিসি। অথচ তার বিপরীতে অবস্থান নিয়েছে শিল্প মন্ত্রণালয়। ১১টি বেসরকারি প্রতিষ্ঠানের পেট্রল নিম্নমানের, এ অভিযোগ বেশ পুরনো। প্রায় ২৪ বছর ধরে বিপিসির সাথে ব্যবসা করছে তারা। শিল্প মন্ত্রণালয়ের এমন পদক্ষেপে বিব্রত বিএসটিআই ও জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বলছেন, এ বিষয়ে তাদের মাথা ঘামানোর প্রয়োজনই ছিল না।
বিএসটিআইয়ের নিয়ম অনুযায়ী, পেট্রলের মান নির্ণয়কারী প্রধান অনুষঙ্গ রিসার্চ অকটেন নম্বর- আরওএন থাকতে হবে ৮৯। কিন্তু শিল্প মন্ত্রণালয় চাচ্ছে আশিতে নামিয়ে আনতে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ