গ্রিসের স্পিকার কোস্ট্যান্তিনে টাসোলাসের আমন্ত্রণে, চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্য চি ২৭ থেকে ৩০ নভেম্বর গ্রিস সফর করেছেন। তিনি এথেন্সে যথাক্রমে গ্রিসের প্রেসিডেন্ট কাতেরিনা সাকেল্লারোপোলো, প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস ও স্পিকার কোস্ট্যান্তিনে টাসোলাসের সাথে সাক্ষাৎ করেছেন।
সাকেল্লারোপোলোর সাথে সাক্ষাৎকালে চাও ল্য চি প্রথমে তাঁকে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা ও শুভকামনা পৌঁছে দেন। চাও ল্য চি বলেন, চীন ও গ্রিসের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে দু’দেশের সম্পর্কের সবসময়ই সুস্থ ও স্থিতিশীল উন্নয়ন হচ্ছে। প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রেসিডেন্ট সাকেল্লারোপোলো যৌথভাবে প্রথম ওয়ার্ল্ড ক্লাসিক সম্মেলনের জন্য অভিনন্দন পত্র পাঠিয়েছেন এবং সভ্যতার উত্তরাধিকার, উন্নয়ন, বিনিময় ও পারস্পরিক শিক্ষার প্রস্তাব উত্থাপন করেছেন। এতে দুটি প্রাচীন সভ্যতার মিশন প্রদর্শিত হয়। চীন, গ্রিসের সাথে দুই নেতার গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নের ভিত্তিতে ঐতিহ্যগত বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে, একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করতে, পারস্পরিক আস্থা, সাধারণ উন্নয়ন এবং সভ্যতার সাথে ভাল অংশীদার হতে, যৌথভাবে বিশ্ব সভ্যতা উদ্যোগ বাস্তবায়ন করতে এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের সমাজ গড়ে তুলতে ইচ্ছুক।
সাকেল্লারোপোলো চাও ল্য চিকে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রতি তাঁর আন্তরিক শুভেচ্ছা জানাতে বলেন। তিনি বলেন, গ্রিস এবং চীন সর্বদা একে অপরের প্রধান উদ্বেগকে সম্মান ও সমর্থন করেছে, জাতিসংঘের সনদের উদ্দেশ্য ও নীতিগুলো মেনে চলছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক উপকারী সহযোগিতা গভীর করার জন্য একটি দৃঢ় ভিত্তি স্থাপন করেছে। গ্রিস এবং চীন উভয়ই প্রাচীন সভ্যতাসম্পন্ন দেশ। দুটি’দেশের মধ্যে সভ্যতার আদান-প্রদান ও সংলাপ চালানোর দৃঢ় ভিত্তি আছে এবং তা ফলপ্রসূও হয়েছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষার জন্য একটি উদাহরণ স্থাপন করেছে। অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের জন্য বাণিজ্য, বিনিয়োগ, মানবিক, পর্যটন এবং অন্যান্য ক্ষেত্রে চীনের সাথে সহযোগিতা জোরদার করার জন্য গ্রিস উন্মুখ বলে জানান দেশটির প্রেসিডেন্ট।
গ্রীস সফরের সময় চাও ল্য চি এথেন্সে চীনা ক্লাসিকাল সভ্যতা ইনস্টিটিউটের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন এবং সভ্যতার আদান-প্রদান এবং পারস্পরিক শিক্ষাকে আরও গভীর করা এবং জনগণের বন্ধুত্ব বাড়াতে তাঁর আশা প্রকাশ করেন। তিনি পাইরাস বন্দর প্রকল্পটি পরিদর্শন করেন। চীন গ্রীসের সাথে পারস্পরিক সুবিধা এবং জয়-জয় ফলাফল অর্জনের জন্য যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এর উচ্চ-মানের নির্মাণের প্রচার করতে ইচ্ছুক বলে তিনি উল্লেখ করেন।
সূত্র: লিলি-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।। বিডি টাইমস নিউজ