তীব্র গরমে রোগী বেড়েছে রাজধানীর শিশু হাসপাতালে। তাদের বেশিরভাগই ঠান্ডা জ্বর, বমি ও পেটের সমস্যায় ভুগছে। চিকিৎসকরা বলছেন, গরমে ঘেমে গলাব্যথা, বমি ও জ্বরের রোগী বেশি পাচ্ছেন তারা। এ ছাড়া পচা-বাসি খাবার ও দূষিত পানি পান করে অসুস্থ হয়ে হাসপাতালে আসছেন অনেকে।
সাভারের আমিনবাজার থেকে ৭’বছরের মেয়ে সুমাইয়াকে নিয়ে হাসপাতালে এসেছেন এক গৃহিনী। তিনি জানালেন, ফ্রিজের বাসি খাবার খেয়ে অসুস্থ তার মেয়ে। আগারগাঁওয়ের বাংলাদেশ শিশু হাসপাতালে প্রতিদিন পাঁচশর মতো রোগী ভর্তি হয়। তবে গত তিন দিন ধরে বহির্বিভাগ ও ভর্তি রোগী মিলিয়ে সেবা নিতে এসেছে ৭৫০ থেকে ৭৬০ জন। যাদের বেশিরভাগই তীব্র গরমজনতি রোগে অসুস্থ।
ঋতু পরিবর্তনজনিত নানা রোগেও শিশু ভর্তি বেড়েছে বলে জানালেন হাসপাতালের চিকিৎসক। তীব্র জ্বর ও ঠাণ্ডা নিয়ে ভর্তি হওয়া রোগীদের ডেঙ্গু ও করোনা টেস্টও দিতে হচ্ছে। গরমের সময়ে শিশুর প্রতি বিশেষ যত্ন নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। চিকিৎসকরা বলছেন, শিশুর তীব্র জ্বর, বমি, ডায়রিয়া ও গলাব্যাথা হলে দেরি না করে অভিভাবকদের উচিত চিকিৎসকের পরামর্শ মেনে চলা।