ইসলামী বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ (১৪ এপ্রিল ২০২২) উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়
প্রশাসনের গৃহীত কর্মসূচী অংশ হিসাবে বৃহস্পতিবার সকাল ৯ টায় প্রশাসন ভবন চত্বরে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া।

এরপর প্রশাসন ভবন চত্বর হতে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। মঙ্গল শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ রং বেরং এর কুলা, পাখা, মুখোশ, ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহন করেন। মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম,উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং প্রক্টর প্রফেসর ড. মো: জাহাঙ্গীর হোসেন, প্রফেসর ড. মোঃ মাহবুবুল আরফিন, পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, প্রফেসর ড. সরওয়ার মুর্শেদ রতন, প্রফেসর ড. মোঃ মামুনুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক(ভারঃ) এএইচএম আলী হাসান ও প্রধান প্রকৌশলী(ভারঃ) মুন্সী মোঃ তারেকসহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, হল, বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী, বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, বিভিন্ন ছাত্র সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ। মঙ্গল শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলা ও বিজ্ঞান অনুষদের মধ্যে বটমুল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বটমুল প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে পহেলা বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ (১৪ এপ্রিল ২০২২) উদযাপন উপ-কমিটির আহবায়ক প্রফেসর ড. সরওয়ার মুর্শেদ রতন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। উল্লেখ্য যে, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে এবারের পহেলা বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ এর সংক্ষিপ্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে