আহসান হাবীব তেতুলিয়া,পঞ্চগড় প্রতিনিধি।।বাংলা নববর্ষ ১৪২৯ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে তেতুলিয়া উপজেলা প্রশাসনের এর আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আবহমান গ্রাম বাংলার লোকজ সংস্কৃতিভিত্তিক মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে নানা বয়সী ছেলে মেয়ে , সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয় । পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় কাজী মতিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আবু সায়েম , উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম ,বীর মুক্তিযোদ্বা আইয়ুব আলী ,বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
তেতুলিয়া পঞ্চগড় নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ