ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম এক শোকবার্তায়,ইসলামী বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সহকারী রেজিস্ট্রার মোঃ শরীফুল ইসলামের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি, মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। অপর পৃথক শোকবার্তায়, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সহকারী রেজিস্ট্রার মোঃ শরীফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।শোকবার্তায় তাঁরা, মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া রেজিস্ট্রার (ভারঃ) মু. আতাউর রহমান এস্টেট অফিসের সহকারী রেজিস্ট্রার মোঃ শরীফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকবার্তা প্রেরণ করেন। উল্লেখ্য যে গত বুধবার শান্তিডাঙ্গা মোড়ে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকার ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে প্রায় ছয় দিন চিকিৎসাধীন ছিলেন মোঃ শরীফুল ইসলাম। গত মঙ্গলবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে মুরহুম শরীফুল ইসলাম স্ত্রী, ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার দুপুরে ক্যাম্পাসে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, প্রক্টর প্রফেসর ড.
মোহাঃ জাহাঙ্গীর হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর নিজ গ্রাম পদমদীতে দ্বিতীয় নামাজে জানাযা শেষে মরহুমকে স্থানীয় গোরস্তানে দাফন করা হয়। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৫০ বছর।
ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ