জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।ব্রাহ্মণবাড়িয়া ট্রাক মালিক গ্রুপের সভাপতি শেখ মো. মহসিনের বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের দায়ের করা মামলা প্রত্যাহার না করলে জেলাজুড়ে সব ধরনের পরিবহন চলাচল বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রোববার (১০ এপ্রিল) দুপুরে জেলা শহরের মেড্ডা এলাকায় ট্রাক মালিক গ্রুপের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন বাস, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মালিক-শ্রমিকদের সংগঠন সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিষদের সদস্য সচিব মিজানুর রহমান তানিম বলেন, ব্রাহ্মণবাড়িয়া শহরে কোনো ট্রাক স্ট্যান্ড নেই। বিভিন্ন দপ্তরে ধরনা দিয়েও ট্রাক স্ট্যান্ডের জন্য কোনো জায়গা ব্যবস্থা করতে পারিনি। পরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাধ্যমে মেড্ডা এলাকায় একটি জলাশয়ের জায়গায় ট্রাক স্ট্যান্ড গড়ে তোলা হয়। কিন্তু গত বছর জেলা পরিবেশ অধিদফতর আমাদের ১০ লাখ টাকা জরিমানা করেন।
সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের এই নেতা বলেন, সম্প্রতি আবারও ট্রাক মালিক গ্রুপের সভাপতি শেখ মো. মহসিনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে পরিবেশ অধিদফতর কর্তৃপক্ষ। অথচ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা জলাশয়ের জায়গা ভরাট করে আমাদের ট্রাক স্ট্যান্ড করতে দিয়েছে। পাশাপাশি পৌরসভা এ বিষয়ে পরিবেশ অধিদফতরকে লিখিত ব্যাখ্যা দিয়েছে। মামলা হলে পৌরসভার বিরুদ্ধেও হওয়ার কথা। কিন্তু আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মামলা দেওয়া হয়েছে। এ সময় পরিবেশ অধিদফতরের মামলা প্রত্যাহার করা না হলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন উপস্থিত পরিবহন সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক অহিদ মিয়া, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হানিফ ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ