কে এম মিঠু,টাঙ্গাইল প্রতিনিধি।। টাঙ্গাইলের মধুপুরে বর্জ্রপাতে ময়েন উদ্দিন (৫০) নামের একজন নিহত হয়েছেন। রবিবার ১০ এপ্রিল সন্ধ্যায় মধুপুর পৌরসভার কাইতকাই নামক স্থানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা যায়, ইফতারের আগমুহূর্তে নিহত ময়েন উদ্দিন মাঠ হতে দুধালু গাভী ও বাছুর নিতে যায়। এ সময় হঠাৎ করে বর্জ্রসহ বৃষ্টি শুরু হয়। মধুপুর জামালপুর মহাসড়কের গোলাবাড়ী ব্রীজের পূর্বপাশে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ময়েন উদ্দিন ও তার গাভী এবং বাছুরটি মারা যায়। এদিকে বজ্রপাতের ঘটনার খবর শুনে ময়েনের স্ত্রী ময়না (৪০) এবং ১০ বছরের নাতিন আবাবিলকে সাথে নিয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে। ঝড়ের প্রচন্ড বাতাসে গাছের ডাল তাদের ভ্যানের উপরে পড়লে ভ্যানটি বংশাই নদীতে পড়ে যায়। এ ঘটনায় ভ্যানচালক আব্দুল সামাদ, নিহতের স্ত্রী ময়না ও নাতি আবাবিল গুরুতরভাবে আহত হয়। নিহত ময়েন উদ্দিন বাংলাদেশ ট্রাক ও কভার্ডভ্যান ড্রাইভার এসোসিয়েশন মধুপুর শাখার সদস্য।

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

টাঙ্গাইল নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে