শেখ ইলিয়াস মিথুন,মাগুরা প্রতিনিধি।। মাগুরায় দুস্থ, বিধবা,স্বামী পরিত্যাক্তা ও হতদরিদ্র জনগোষ্ঠীকে কর্মসংস্থানমূলক কাজের প্রশিক্ষনের মাধ্যমে আর্থ-সামাজিক অবস্থান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ফ্রি কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষনের উদ্বোধন হয়েছে।

শনিবার বিকালে শহরের পশুহাসপাতাল পাড়া মনোয়ারা কমপ্লেক্সে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপচার্য, অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন মাগুরা -১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। সাংবাদিক আহম্মেদ পিপুলের সঞ্চালনায় এই প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন করেন শেখ রফিকুল ইসলাম,মহাপরিচালক সমাজসেবা অধিদপ্তরের। প্রকল্পটির মাধ্যমে সরকারের দক্ষ কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। খুলনা বিভাগের মাগুরা,ঝিনাইদহ,মেহেরপুর, চুয়াডাঙ্গা,কুষ্টিয়াসহ মোট ৫টি জেলায় এ প্রকল্পের আওতায় ৬হাজার ৬শ জন পুরুষ ও নারীকে এ প্রশিক্ষন দেওয়া হবে প্রথম ধাপে।

মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

 

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে