জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। আশুগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে বৃহস্পতিবার আশুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে সুর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনী শেষে পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা করা হয় এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন,আশুগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও তার সহযোগী সংগঠন, উপজেলার মুক্তিযোদ্বারা ছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সকাল ০৮ টায় বর্ণাঢ্য কুচকাওয়াজ শেষে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সালাম গ্রহন করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি, উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস,বর্ষীয়ান রাজনীতিবিদ ও আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজ্বী মোঃ শফিউল্লাহ এবং আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান। কুচকাওয়াজ ও সালামে অংশ নেন আশুগঞ্জ থানা পুলিশের সদস্যরা, তাছাড়াও আনসার সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এছাড়াও বিভিন্ন কলেজ ও স্কুলের ছাত্রছাত্রীরা মুক্তিযুদ্ধকে নিয়ে তাদের শারীরিক কসরত প্রদর্শন করেন। যা ছিল খুবই মনোমুগ্ধকর। পরে সকাল ১১টায় বীরমুক্তিযোদ্বা, শহীদ বীরমুক্তিযোদ্বা ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রধান করা হয়। এ উপলক্ষে আশুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি।
আশুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বাপ্পী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা,থানার অফিসার ইনচার্জ আজাদ রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মতিউর রহমান সরকার, দাউদ অপি,আশীষ কান্তি,হেবজুল বারী,যুদ্ধকালীন কমান্ডার মোজাম্মেল হক গোলাপ,বীরমুক্তিযোদ্বা শেখ জসিম উদ্দিন আহমেদ, ডাঃ নূপুর সাহা। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথি বৃন্দ আশুগঞ্জ উপজেলার ১৪০ জন মুক্তিযোদ্ধার মাঝে মুজিববর্ষ উপলক্ষে মুজিবকোর্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মৌলানা বোরহানউদ্দিন, গীতা পাঠে ছিলেন নারায়ন চন্দ্র ঘোষ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আশুগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম মিজি। মহান বিজয় দিবস উপলক্ষে আশুগঞ্জ উপজেলা বিএনপি’র উদ্যোগে আশুগঞ্জ উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজের নেতৃত্বে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য মোঃ জসিমউদদীন, নোয়াব আলী মুন্সি, জহির সরকার, মোঃ সাফিউদ্দিন, ডাঃ হানিফ, মোঃ ওসমান মিয়া মোঃ গোলাপ মিয়া,ফরিদউদ্দিন ছাড়াও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মী বৃন্দ। এছাড়াও দিবসটি উপলক্ষে সকালে চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসা চত্বরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব কাজী মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মাওলানা মোজাম্মেল হক জালালী,মাজহারুল ইসলাম আলকাদ্বরী,মোঃ শফিকুল ইসলাম রেজভী,আবুল বাশার,নজরুল ইসলাম,জালাল উদ্দিন,ফারুক আলম ও আব্দুর রশিদ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ৪৫ জন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষকবৃন্দরা পুরস্কার তুলে দেন।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ