জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। আশুগঞ্জে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে স্থানীয় রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি।
আশুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বাপ্পী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, সরকারি হাজি আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আজাদ ও রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মেঘা।
মেলায় আশুগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ২৪ টি ষ্টলে তাদের আবিস্কৃত বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি উপস্থিত অতিথি ও আগত দর্শনার্থীদের মাঝে যন্ত্রপাতিগুলোর কার্যকারিতা অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেন। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন। সবশেষে আমন্ত্রিত অতিথি ও দর্শনার্থীরা মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ