নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটর সাইকেল ও নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ উঠেছে। ওই সংঘর্ষে ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাতে ওই ইউনিয়নের নাজির হোসেন খন্দকার স্কুলের পাশে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফজলার রহমান খোকনের অভিযোগ, কয়েকটি মোটর সাইকেল নিয়ে তার কর্মীরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে নাজির হোসেন খন্দকার স্কুল এলাকায় যায়। এ সময় আওয়ামীলীগের প্রার্থী নুরুল ইসলামের পুত্র সুমন ও তাদের নেতা-কর্মীরা তাদের উপর হামলা চালায়। এতে একটি মোটর সাইকেল ভাংচুর করে ও দুই মোটর সাইকেল নিয়ে যায়। এ সময় নৌকা প্রার্থীর লোকজনের হামলায় নাইমুল ও শাওন নামে তাদের দুই জন কর্মী আহত হয়েছে। এ ঘটনায় ফজলার রহমান খোকন রাতেই বাদী হয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।তবে ওই অভিযোগের প্রধান আসামী ও আওয়ামীলীগের প্রার্থী নুরুল ইসলামের পুত্র সুমন স্বতন্ত্র প্রার্থী ফজলার রহমান খোকনের অভিযোগ অস্বীকার করে বলেন, স্বতন্ত্র প্রার্থী খোকনের লোকজন আমাদের বাড়ির কাছে এসে একটি নির্বাচনী অফিস ভাংচুর করেছেন। আমরা এ ঘটনায় স্থানীয় থানায় একটি অভিযোগও করেছি।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, ফকিরপাড়ার নির্বাচনী সহিংসতা নিয়ে পাল্টা-পাল্টি দুইটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
লালমনিরহাট নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে