মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।। “শেখ হাসিনার বার্তা নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেগম রোকেয়া দিবস আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা নাসিমা আক্তার। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক উপ-পরিচালক স্থানীয় সরকার মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম ।বিশেষ অতিথি জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা,জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, সমাজ সেবা সমন্বয় পরিষদ সভাপতি ও মেহেরপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন।
এসময় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারি জয়িতা মোছাম্মদ জান্নাতুল আরা লিনা, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে অর্জনকারী মোসাম্মৎ ইয়াসমিন আরা সাথী,সফল জননী নারী মোছাম্মদ তাসলিমা খাতুন, নির্যাতন বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করেন মোছাম্মদ ফরিদা পারভীন, সমাজ উন্নয়ন অবদান রাখেন মোছাম্মদ সুফিয়া আক্তার জামিলাসহ বিভিন্ন সংস্থার নারীরা উপস্থিত ছিলেন । পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ,জাতীয় মহিলা সংস্থা এবং জেলা প্রশাসনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মেহেরপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ