রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি।। আওয়ামী লীগ সরকার শিক্ষা প্রসারে প্রতিবছর বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে থাকে। সম্মান শ্রেণি পর্যন্ত অবৈতনিক, উপ-বৃত্তি প্রদানসহ নারীদের শিক্ষা গ্রহণে নানা রকম সুবিধা দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেকারত্ব ঘোচাতে কর্মমূখী শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলছেন।
তাই স্বাবলম্বী হতে হলে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও কর্মমূখী শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষাক্ষেত্রে বেগম রোকেয়ার মতো করে নারীদের এগিয়ে আসতে হবে। এসব কথা বলেন জাতীয় সংসদের নারী আসনের সাংসদ রাবেয়া আলীম। গতকাল বৃহস্পতিবার সকালে নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থী এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। তিনি আরও বলেন প্রতিষ্ঠানটির ফলাফল সত্যিই ঈর্ষণীয়। লায়ন্স ক্লাবের অধিনে পরিচালিত এ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাক্ষেত্রে এ অঞ্চলে বিশেষ ভূমিকা পালন করছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের রিজিয়ন চেয়ারপার্সন (হেডকোয়ার্টার) ও প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা ইয়াসমিন। এতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোখলেছুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান রাশেদ, সংরক্ষিত ওয়ার্ডের পৌর কাউন্সিলর কাজী জাহানারা, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি লায়ন আতাহার হোসেন বাদশা, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী ময়নুল ইসলাম, সাংসদ রাবেয়া আলিমের পুত্রবধূ রাজিয়া সুলতানা, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সদস্য সিআইপি ছাইদুর রহমান সরকার, ব্যবসায়ী কফিল উদ্দীন চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর আকতার হোসেন ফেকু প্রমূখ।
এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মচারী শিক্ষার্থী ও অভিভাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল বাসির মিয়া, প্রভাষক রফিকুল ইসলাম, সহকারি শিক্ষক জালাল আহমেদকে বিদায়ী সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পরে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ফারুক আহমেদ ও প্রভাষক ফারজানা ইয়াসমিন।
নীলফামারী নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ