জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মনবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেছেন,যে কেউ নির্বাচনের আচরণ বিধি না মানলে আইনের আওতায় আসবেন।আইন ভঙ্গ করলে কেউ রেহাই পাবেন না।সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে শান্তিপুর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।আপনারা জনসেবার ব্রত নিয়ে এই মহান কাজে অংশ গ্রহন করেছেন।

তিনি বুধবার (০৮ডিসেম্বর)বিকেলে বিজয়নগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে বিশেষ আইন শৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে উক্ত সভায়  উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার আনিছুর রহমান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ২৫ বিজিবি সরাইল অধিনায়ক ফেরদৌস কবির,র‌্যাব ১৪ কোম্পানি কমান্ডার রাফি উদ্দিন জোবায়ের, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট আব্দুল্লাহ আল হাদী, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ মোজাম্মেল হোসেন রেজা, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাসান, জেলা নির্বাচন অফিসার জিল্লুর রহমান,বিজয়নগর উপজেলার সকল রিটার্নিং অফিসারসহ জেলা-উপজেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সুপার আনিছুর রহমান বলেন,নির্বাচনের আচরণ বিধিমালা আপনাদের মানতে হবে।টাকা দিয়ে কেউ ভোট কিনতে যাবেন না।কেউ আইন অমান্য করলে তাকে শাস্তি ভোগ করতে হবে। আমি আশা করছি আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এবং ভোটারদের কে আপনার প্রভাব প্রতিপত্তি, শক্তি প্রদর্শন করা থেকে বিরত থাকবেন।  কারন আমরা জনগনকে একটি গ্রহন যোগ্য নির্বাচন উপহার দিতে চাই। তিনি আশা প্রকাশ করে আরো বলেন, আজকের এই বিশেষ আইন শৃংখলা মিটিংয়ের মাধ্যমে আগামী ২৬ শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়েছে বিজয়নগরবাসী। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। যাতে করে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় আসন্ন বিজয়নগর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহনকারী সকল পদের প্রার্থীরা সুষ্ঠ নির্বাচন উপহার দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম,ইরফান উদ্দিন আহমেদ।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে