জহির সিকদার, ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দুই মাধ্যমিক বিদ্যালয় পাঠদানের অনুমতি পেল। অনুমতি পাওয়া এসব প্রতিষ্ঠানগুলো হল জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা গ্রামে অবস্থিত ‘বাঙ্গরা এম. এবাদুল করিম উচ্চ বিদ্যালয়’ এবং উপজেলার বরিকান্দী ইউনিয়নের থোল্লাকান্দী গ্রামে অবস্থিত ‘রাবেয়া মেমোরিয়াল গার্লস স্কুল’ মাধ্যমিক বিদ্যালয়। উল্লেখিত দুটি মাধ্যমিক বিদ্যালয়কে পাঠদানের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বেসরকারি মাধ্যমিক-২ এর উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। উল্লেখ্য যে, উক্ত বিদ্যালয় দুটির প্রতিষ্ঠাতা হলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর সংসদীয় আসনের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল।ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর সংসদীয় আসনের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল কর্তৃক প্রতিষ্ঠিত বিদ্যালয়টিকে পাঠদানের অনুমতি প্রদান করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ প্রতিষ্ঠানটি যেন আগামীতে নবীনগর উপজেলার শ্রেষ্ট প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হতে পারে এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

বিদ্যালয় দুটিতে মেধাবী শিক্ষকদের মাধ্যমে অত্যন্ত দক্ষতার সাথে ছাত্রছাত্রীদের পাঠদান করানো হয়ে থাকে।
পাশাপাশি বিদ্যালয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদেরকে নিয়মিতভাবে তদারকি করা হয়ে থাকে। নবীনগরের সংসদ সদস্য  উপজেলার দুই প্রান্তে প্রতিষ্ঠিত একটি বিদ্যালয় তার মায়ের নামে এবং অপরটি তার নিজের নামে প্রতিষ্ঠা করেন। দেশের বৃহৎ ঔষধ প্রস্তুত কারক প্রতিষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান হলেন সাংসদ এবাদুল করিম ।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে