সড়ক দুর্ঘটনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট
বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী অজয় মজুমদারের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ
করেছেন নোবিপ্রবির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল আলম। এক শোকবার্তায় মাননীয় উপাচার্য বলেন;মেধাবী এ শিক্ষার্থীর অকাল প্রয়াণ খুবই কষ্ট ও বেদনার। নোবিপ্রবি পরিবারের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও তার আত্মার শান্তি কামনা করেন মাননীয় উপাচার্য।

উল্লেখ্য, ০৭ ডিসেম্বর সোনাপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান নোবিপ্রবির এ মেধাবী শিক্ষার্থী।সোনাপুর জিরো পয়েন্ট থেকে মান্নাননগর যাওয়ার পথে সিএনজি থেকে নামার সময় ট্রাকচাপায় তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি নোয়াখালী সুর্বণচর উপজেলায়।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, মেধাবী এ শিক্ষার্থীর অকাল প্রয়াণ কষ্ট ও বেদনার। তার পরিবারের সদস্যদের জন্য এ শোক সহ্য করা কঠিন। তার প্রয়াণে একটি সম্ভাবনার মৃত্যু ঘটল।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে