জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ম ধাপে ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। একমাত্র নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচন ছাড়া সবকটি ইউনিয়ন পরিষদের নির্বাচন একযোগে আগামী ০৫ জানুয়ারী অনুষ্ঠিত হবে।নাটাই দক্ষিন ইউনিয়ন পরিষদের নির্বাচন উচ্চ আদালতের নির্দেশে স্থগিত করা হয়েছে।
এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে ১১টি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ঘোষণা করেছে। রোববার মধ্যরাতে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাক্ষরিত মনোনীত প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করা হয়।
ঘোষিত তালিকা অনুযায়ী সদর উপজেলার বাসুদেব ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান এম মোবাশ্বের আলম ভূইয়া, রামরাইল ইউনিয়নে শাহাদাত খান, মাছিহাতা ইউনিয়নে আল আমিন পাভেল, সুলতানপুর ইউনিয়নে শেখ ওমর ফারুক, সুহিলপুর ইউনিয়নের আব্দুর রশিদ ভূঞা, মজলিশপুর ইউনিয়নে তাজুল ইসলাম, বুধল ইউনিয়নে আব্দুল হক, তালশহর পূর্ব ইউনিয়নে আব্দুল সালাম, নাটাই উত্তর ইউনিয়নে হাবিবুল্লাহ বাহার, দক্ষিণ ইউনিয়নে নাজমুল হক ও সাদেকপুর ইউনিয়নে নাসির উদ্দিন।
অপরদিকে আশুগঞ্জ উপজেলার ০৮ টি ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন যারা পেলেন তারা হলেন আড়াইসিধা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া,চরচরাতলা ইউনিয়নে মোঃ আইয়ূব খান,শরীফপুর ইউনিয়ন পরিষদে মোহাম্মদ মহিউদ্দিন, লালপুর ইউনিয়ন পরিষদে মোর্শেদ মাষ্টার, তারুয়া ইউনিয়ন পরিষদে ইদ্রিস হাসান, তালশহর(পশ্চিমা) ইউনিয়নে সোলাইমান মিয়া,দূর্গাপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জিয়াউদ্দিন খাঁন(সাজু) এবং আশুগঞ্জ সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সালাউদ্দিন।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ