জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ন। এ সব কেন্দ্রগুলো হচ্ছে দূর্গারামপুর,তিলোকিয়া,হরিপুর,বীরগাঁও ৫ ও ৬ এবং কেদেরখোলা। সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, আগামী ২৮ শে নভেম্বর নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রয়েছে ৪ জন। তন্মধ্যে দুইজন প্রার্থীর প্রচার-প্রচারণা চালাচ্ছেন জোরেশোরে। বাকী দুই প্রার্থী প্রচার-প্রচারণায় নীরব রয়েছেন।
অনুষ্ঠিতব্য বীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে পূর্বেকার মত দাঙ্গাহাঙ্গামা হওয়ার আশংকাও করছেন ভোটাররা।
এ বিষয়ে নবীনগর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান সরকার বলেন,বীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ টি কেন্দ্র ঝুঁকিপূর্ন রয়েছে। তিনি এসব কেন্দ্রে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে বীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বলেন,অতিতের পুনরাবৃত্তি যাতে এসব কেন্দ্রে না ঘটে সে জন্য তিনি প্রশাসনের উর্দ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। বিষয় টি তিনি স্থানীয় সাংসদ কেও জানিয়েছেন। নির্বাচনে কোন রকম দাঙ্গাহাঙ্গামা হবেনা বলে আশা প্রকাশ করেন।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ