জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। উৎসবমূখর ও শান্তিপূর্ণ এবং নকল মুক্ত পরিবেশে রবিবার থেকে সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এবারে ব্রাহ্মনবাড়য়া জেলার বিজয়নগর উপজেলার মোট ৩০৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। অন্যান্য বছরের চাইতে এবারের পরীক্ষা উৎসবমূখর ও শান্তিপূর্ণ এবং নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ নভেম্বর) সারাদদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর এবং নকল মুক্ত পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা সমুহ মোট ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবছর উপজেলার ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩০৩৯ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরিক্ষায় অংশ নেন। পরিক্ষার প্রথম দিনে এসএসসি ও ভোকেশনাল বিভাগের পদার্থ বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরই মধ্যে এসএসসিতে ৪৭১ জন ভোকেশনালে ১৩৯ জন এবং দাখিল বিভাগের কোরআন মাজিদ ও তাজরিদ বিষয়ে ৩৭০ জন পরীক্ষার্থী অংশ নেন।
এসএসসি ও সমমান পরিক্ষায় প্রথম দিনে অংশ নিয়েছে ৯৮০ জন পরীক্ষার্থী। প্রথম দিন এসএসসি পরীক্ষায় পদার্থ বিজ্ঞানপর ৪৭১ জন পরিক্ষার্থীর মধ্যে ১২ জন, ভোকেশনালে ১৩৯ জন পরিক্ষার্থীর মধ্যে ৮জন এবং দাখিল মাদ্রাসার কোরআন মাজিদ ও তাজরিদ পরিক্ষায় ৩৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ জন অনুপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ জানান, উৎসব মূখর ও নকল মুক্ত পরিবেশে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষার্থীরা নিজ নিজ বিষয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ