জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। আগামী ২৮ শে নভেম্বর ব্রাহ্মনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তৃতীয় ধাপের এ ইউনিয়ন পরিষদের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ৮ টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৩ টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী প্রার্থীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সদস্য ও ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম তুষার(ছয়ফুল্লাকান্দি) উজানচর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি (উজানচর), সোনারামপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ শাহিন মিয়া (সোনারামপুর),রুপসদী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সদস্য আব্দুল হাকিম, দরিকান্দি ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সদস্য মোঃ শফিকুল ইসলাম স্বপন, মানিকপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন আহমেদ, ছলিমাবাদ ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জালাল মিয়া, পাহাড়িয়াকান্দি ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সদস্য গাজিউর রহমান। বাঞ্ছারামপুরে ৮ চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ৯জন, ২১জন সাধারন সদস্য বিনা প্রতিদন্দীতায় নির্বাচিত হয়েছে।
যে তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলি হল উপজেলা বাঞ্ছারামপুর সদর (উত্তর), তেজখালী ও ফরদাবাদ। উক্ত ইউনিয়নিয়নগুলোতে স্বতন্ত্র প্রার্থী থাকায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর ।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী মো. জালাল আহমেদ ছলিমাবাদ ইউনিয়ন থেকে বিনা প্রতিদন্দীতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের নথি অনুযায়ী, জালাল আহমেদ স্বতন্ত্র প্রার্থী হলেও তিনি মূলত আওয়ামী লীগের তৃণমূলের ভোটে প্রথম হয়ে ছিলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল মিয়া।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ