ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষা সুষ্ঠ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ (২ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
২৪০ আসনের বিপরীতে আবেদনকারী ১ হাজার ৩১৩ জন পরীক্ষার্থীর প্রায় শতভাগ পরীক্ষার্থী স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করেন। ‘এ’ (বিজ্ঞান), ‘বি’ (মানবিক) ও ‘সি’ (বাণিজ্য) ইউনিটের পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত হলেও স্বতন্ত্রভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো।
পরীক্ষা-ব্যবস্থাপনা সরেজমিনে দেখার জন্য উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আজও বিভিন্ন পরীক্ষাহল পরিদর্শন করেন। উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ সোলায়মান, রেজিস্ট্রার(ভারঃ) মু. আতাউর রহমান প্রমুখ এসময় তাঁর সাথে ছিলেন।
ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ