কুষ্টিয়া ডেস্ক।। সারাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে কুষ্টিয়ায় আবৃত্তি পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আয়োজন বৃহস্পতিবার বিকেলে পাবলিক লাইব্রেরির সামনে অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া আবৃত্তি পরিষদের সভাপতি আলম আরা জুঁই এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড.সরোয়ার মুর্শেদ রতন, বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদের চেয়ারপার্সন ডাঃ এএফএম আমিনুল হক রতন, বিশিষ্ট সাংবাদিক আবদুর রশীদ চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুষ্টিয়া শাখার সভাপতি এ্যাড. সুধীর শর্মা, ইবি কর্মকর্তা ড. নওয়াব আলী খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন সরকার, নজরুল ইসলাম, পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ সেন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, জেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড হাফিজ সরকার, সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য কারশেদ আলম, বিএমএ নেত্রী ডাঃ আসমা জাহান লিজা, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সহ-সভাপতি শরীফুল আলম সিদ্দিক কচি, উদীচী শিল্পী গোষ্ঠী কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক গোপা সরকার, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক ড. আকলিমা খাতুন ইরা, সাংস্কৃতিক সংগঠক কনক চৌধুরী, খলিলুর রহমান মজু, মীর জাহিদ, সৈয়দ আবদুস সাদিক, লিটন আব্বাস, মুস্নী সাঈদ প্রমুখ।
মানববন্ধনে বক্তাগণ বলেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান এসব পরিচয়ের থেকেও আমাদের বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ। সাম্প্রদায়িক অপশক্তিকে মোকাবিলায় কঠোর প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ড ত্বরান্বিত করার প্রতি বক্তাগণ গুরুত্ত্বারোপ করেন। কুষ্টিয়ার সাংস্কৃতিক সংগঠন ছাড়াও বিভিন্ন নাগরিক সংগঠন ও সমাজের সকল শ্রেণী পেশার মানুষ এই মানববন্ধনে অংশ নেয়। এসময় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা প্রতিবাদী কবিতা ও সংগীত পরিবেশন করেন।
কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ
Attachments area