জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে জরিমানা করেছে বিজয় নগর উপজেলার নির্বাহি অফিসার ও এসি ল্যান্ড। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার বিষ্ণুপুর এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাস্তবায়নাধীন আশ্রয়ণ প্রকল্পের পাশের সরকারি জমিতে।
উল্লেখ্য যে বুধবার সকালে চম্পকনগর ইউনিয়নে তথ্য কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত উঠান বৈঠক ও বিষ্ণুপুর ইউনিয়নে একটি আলোচনা সভায় যোগদানের উদ্দেশ্যে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ রওয়ানা দেয়ার পর গাড়িতে থাকাকালীন একটা অপরিচিত নম্বর থেকে ওনার কাছে একটি মোবাইল কল আসে। নিজের পরিচয় দিয়ে ঐ ব্যক্তি জানায় বিষ্ণুপুর এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাস্তবায়নাধীন আশ্রয়ণ প্রকল্পের পাশের সরকারি জমি থেকে অবৈধভাবে মেশিন ব্যবহার করে মাটিকাটা হচ্ছে। বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার সময়ের স্বল্পতার কারণে এবং একটি ওঠান বৈঠক ও আলোচনা সভা থাকায় নিজে যেতে না পারায় তাৎক্ষনিক এসি ল্যান্ডকে ফোন করে বিষয়টা খতিয়ে দেখতে বলেন। এরপর তিনি তার নির্ধারিত অনুষ্ঠান বিষ্ণুপুরে আলোচনা সভা শেষ করে উক্ত স্থানে পৌঁছান এবং সেখানে পৌঁছে তিনি দেখতে পান এক ব্যাক্তি ভেকু মেশিন ব্যবহার করে সরকারি রেকর্ড এর জমি থেকে বিক্রির উদ্দেশ্যে মাটি কাটছে। এ বিষয়ে তাকে বিস্তারিত জিজ্ঞেস করলে সে নিজের অপরাধ স্বীকার করে। পাশাপাশি মাটি কাটার জন্য তাকে সহযোগিতাকারী আরেকজনকে সেখানে আটক করা হয়।
এ ঘটনায় এসি ল্যান্ড কর্তৃক বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা মোতাবেক তাদের প্রত্যেককে ৫০,০০০/- টাকা করে মোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদাান করা হয়। অর্থদণ্ডের টাকা আদায় করে তা সরকারি কোষাগারে জমা করে ভবিষ্যতের জন্য দোষী ব্যাক্তিদের সতর্ক করা হয়। যিনি সরকারি জমি থেকে বালু উত্তোলনের সংবাদ মোবাইল ফোনের মাধ্যমে পৌঁছে দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও এ এইচ ইরফান উদ্দিন আহমেদ । পাশাপাশি এসি ল্যান্ড বিজয়নগর ও বিষ্ণুপুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদারকে ও তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আরো জানান আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে উপজেলা প্রশাসন সকল অপরাধের বিষয়ে এভাবেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে ইনশাআল্লাহ্।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ